Responsive image

আরও ৩০ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৩০ কোম্পানি থেকে ফ্লোর প্রাইসের (পতনের সর্বনিম্ন সীমা) নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা রবিবার (৬ জুন) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩ জুন) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৭ এপ্রিলে ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়।

করোনা পরিস্থিতিজনিত আতঙ্কের কারণে পুঁজিবাজারে ব্যাপক দরপতন শুরু হলে গতবছরের ১৯ মার্চ বিএসইসি ওই ফ্লোর প্রাইস আরোপ করেছিল।।

ফ্লোর প্রাইস তুলে নিলেও যাতে আলোচিত ৩০ কোম্পানির শেয়ারের দাম বেশি কমতে না পারে, সে লক্ষ্যে সার্কিটব্রেকারে কিছু পরিবর্তন আনা হয়েছে। আলোচিত কোম্পানিগুলোর শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমতে পারবে না। তবে দর বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক সার্কিটব্রেকার (১০%) প্রযোজ্য থাকবে।

ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া কোম্পানিগুলো হচ্ছে-

(ডিএফই/০৩ জুন, ২০২১)

Short URL: http://biniyogbarta.com/?p=146424

সর্বশেষ খবর