Responsive image

ইসলামী ব্যাংক চট্টগ্রাম ও নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রাম নর্থ, সাউথ ও নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুল বারী ইমামী ও মো. ইয়াকুব আলী সম্মেলনে বক্তব্য দেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.এস.এম. রেজাউল করিম।

ব্যাংকের চট্টগ্রাম নর্থ, সাউথ ও নোয়াখালী জোনের শাখাপ্রধান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ ও কর্মকর্তারা ভার্চুয়াল প্লাটফর্মে সম্মেলন যুক্ত হন। বিজ্ঞপ্তি।

(এসএএম/১০ জুন ২০২১)

Short URL: http://biniyogbarta.com/?p=147139

সর্বশেষ খবর