Responsive image

এবি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১০ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে ৫% স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন।

এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী সভায় সভাপতিত্ব করেন। এসময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, সম্মানিত পরিচালকবৃন্দ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

এজিএমে ফিরোজ আহমেদ, খাইরুল আলম চৌধুরী এবং মোঃ মাকসুদুল হক খানকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ দেয়া হয়। শেয়ারহোল্ডারগণ শফিকুল আলমকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করেন। শেয়ারহোল্ডারগণ ২০২১ সালের জন্য ব্যাংকের নিরীক্ষক হিসাবে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-কে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে এবং মেসার্স এস এফ আহমেদ এন্ড কোং- কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লাইন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ই এপ্রিল ২০২১ এবি ব্যাংক তার সফল ব্যাংকিং কার্যক্রমের ৩৯ বছর পূর্ণ করেছে। এই পরিক্রমায় গত ২০২০ সালে ব্যাংকের নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২,৪৪৮ কোটি টাকায় এবং ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ৩৮,৫৭৬ কোটি টাকায় যা পূর্ববর্তী বছরের তুলনায় ৫.৫২% বেশি।

(ডিএফই/১০ জুন, ২০২১)

Short URL: http://biniyogbarta.com/?p=147150

সর্বশেষ খবর