Responsive image

ওটিসি থেকে মূল মার্কেটে ফিরে আসছে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের ওভার দ্যা কাউন্টার (ওটিসি) বাজার থেকে মূল বাজারে ফিরে আসছে চারটি কোম্পানি।

কোম্পানিগুলো হলো- বিডি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মুন্নু ফেব্রিকস ও তমিজউদ্দিন টেক্সটাইল মিলস।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়ম অনুসারে, কোম্পানি চারটিকে পুনরায় তালিকাভুক্ত হতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ এদের পুনঃ তালিকাভুক্তির আবেদন অনুমোদন করেছে। গত বৃহস্পতিবার এ অনুমোদন দেয় ডিএসই।

তবে ডিএসইর এ সিদ্ধান্তি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন লাগবে। ইতোমধ্যে ডিএসই তা অনুমোদনের জন্য বিএসইসিতে পাঠিয়েছে।

(এসএএম/১০ জুন ২০২১)

Short URL: http://biniyogbarta.com/?p=147056

সর্বশেষ খবর