Responsive image

বন্ড মার্কেটের বিকাশে বিএসইসির ৪ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বে-মেয়াদী বন্ডসহ (Perpetual Bond) ঋণপত্রের বাজার বিকাশে ৪ দফা নির্দেশনা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২০ মে) অনুষ্ঠিত বিএসইসির ৭৭৪তম নিয়মিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিএসইসির নির্দেশনাসমূহ হলো:

১। এখন থেকে বে-মেয়াদী বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করতে চাইলে ইস্যুকারী প্রতিষ্ঠানকে কমপক্ষে ১০ শতাংশ অর্থ গণপ্রস্তাবের (Public Offer) মাধ্যমে সংগ্রহ করতে হবে।

২। ইতোমধ্যে বিএসইসি যে ১১টি পারপেচুয়াল বন্ড অনুমোদন করেছে সেগুলোকে ডাইরেক্ট লিস্টিং পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করতে হবে।

৩। বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তথা মার্চেন্ট ব্যাংক, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও স্টক ডিলারদেরকে আগামী বছরের ৩০ জুন ২০২২ এর মধ্যে মোট পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ পুঁজিবাজারে তালিকাভূক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে।

৪। মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর কমপক্ষে ৩ শতাংশ ডেট সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট ফান্ডের ট্রাস্টি নিশ্চিত করবে।

(এসএএম/২০ মে ২০২১)

Short URL: http://biniyogbarta.com/?p=145162

সর্বশেষ খবর