Responsive image

সিএপিএম অ্যাডাভাইজরির ৬০ শতাংশ শেয়ার কিনল সিভিসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের মালিকানায় এসেছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) সিভিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটি সিএপিএম অ্যাডভাইজরির ৬০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। যার মূল্য ১৫ কোটি টাকা।

সিএপিএম অ্যাডভাইজরি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিভিসি ফাইন্যান্সের কাছে শেয়ার বিক্রির ফলে সিএপিএম অ্যাডভাইজরির পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা থেকে বেড়ে ২৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। আর এর মধ্য দিয়ে ন্যুনতম মূলধনের শর্ত পূরণ করেছে সিএমপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

উল্লেখ্য, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্চেন্ট ব্যাংকগুলোর মূলধন ভিত্তি শক্ত করার লক্ষ্যে ন্যুনতম পরিশোধিত মূলধনের সীমা ২৫ কোটি টাকা বেঁধে দিয়েছে। সিএপিএম অ্যাডভাইজরিসহ যে দুয়েকটি প্রতিষ্ঠানের মূলধন ঘাটতি ছিল, সেগুলোকে ৩০ জুনের মধ্যে শর্ত পরিপালনের নির্দেশ দেওয়া হয়েছিল। এই সময়সীমার মধ্যেই মূলধন বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে সিএপিএম অ্যাডভাইজরি।

(এসএএম/০৮ জুন ২০২১)

Short URL: http://biniyogbarta.com/?p=146865

সর্বশেষ খবর