Responsive image

একমি পেস্টিসাইডসের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেল একমি পেস্টিসাইডস লিমিটেড। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

 

সোমবার (১৯ জুলাই)  পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৫তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

 

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে সংগ্রহকৃত মূলধন দিয়ে ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং আইপিওর ব্যয় প্রভৃতি কাজে ব্যবহার করবে কোম্পানিটি।

 

কোম্পানিটি আইপিওতে আসার পরবর্তী ৪ বছর ডিভিডেন্ড হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

 

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ওই প্রান্তিকে

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৮ পয়সা। পুন:মূল্যায়ন ছাড়া কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা।

 

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

 

(এসএএম/১৯ জুলাই ২০২১)

Short URL: https://biniyogbarta.com/?p=150479

সর্বশেষ খবর