Responsive image

গবেষণায় ফেলোশিপ সনদ পেলেন ড. মিহির কুমার রায়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:   গবেষণায় ‘ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন এন্ড রিসার্চ হাব (আইপিআরএইচ)’ এর ফেলোশিপ সনদ পেয়েছেন বেসরকারি খাতের সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন অধ্যাপক ড. মিহির কুমার রায়।

সোমবার (১২ জুলাই) আইপিআরএইচ’র এই ফেলোশিপ সনদ গ্রহন করেন তিনি।

বৈচিত্রপূর্ণ পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ ফেলোশিপ প্রদান করে আইপিআরএইচ-এর ইন্টারন্যাশনাল প্রফেশনাল মেম্বারদের এলিট এ্যালায়েন্স।

উল্লেখ্য, ড. মিহির কুমার রায় একাধারে সিটি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন। তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি অর্থনীতিবীদ সমিতির সাবেক জ্যৈষ্ঠ সহ-সভাপতি। ব্যবসা-বাণিজ্যভিত্তিক বিশেষায়িত অনলাইন নিউজপোর্টাল বিনিয়োগবার্তা ডট কম (www.biniyogbarta.com) এর নিয়মিত কলামিস্ট তিনি। দেশের আর্থিক খাত, পুঁজিবাজার, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও কৃষকদের নিয়ে তার গবেষণালব্ধ বিভিন্ন প্রতিবেদন ইতোমধ্যে নানা মহলে ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে।

(এসএএম/১৩ জুলাই ২০২১)

Short URL: https://biniyogbarta.com/?p=149952

সর্বশেষ খবর