Responsive image

টপটেন গেইনারের শীর্ষে ন্যাশনাল ফিড মিল

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার টপটেন গেইনারের শীর্ষে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রবিবার কোম্পানিটি ২ হাজার ৬৪২ বারে ১ কোটি ৪১ লাখ ২ হাজার ৪২০টি শেয়ার লেনদেন করে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রবিবার শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রবিবার কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – ইউনিক হোটেল এন্ড রিসোর্টস, আমান ফিড, ফরচুন সুজ, সাফকো স্পিনিং, খান ব্রাদার্স পিপি ওভেন, রানার অটোমোবাইলস ও এনআরবিসি ব্যাংক লিমিটেড।

(ডিএফই/২০ জুন, ২০২১)

Short URL: https://biniyogbarta.com/?p=147911

সর্বশেষ খবর