Responsive image

পোর্টফোলিও ম্যানেজার (Portfolio Manager) কি?

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমুদয় শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিকে এক কথায় পোর্টফোলিও বলা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিএসইসি-এর নিবন্ধন নিয়ে পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। পোর্টফোলিও ম্যানেজার মক্কেলের সাথে চুক্তিবদ্ধ হয়ে তার পক্ষে তার সিকিউরিটিজ বা তহবিল ব্যবস্থাপনা কাজ করে থাকেন।

এদের কাজ কি?

পোর্টফোলিও ব্যবস্থাপনা দুই রকম। প্রথমটি হলো পোর্টফোলিও ম্যানেজার নিজের বুদ্ধিবিবেচনা মতো শেয়ার ক্রয় ও বিক্রয় করে থাকেন। আর এক প্রকার হলো বিনিয়োগকারী সময় সময় পোর্টফোলিও ম্যানেজারকে যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অনুসারে ক্রয় বিক্রয় করেন। মার্চেন্ট ব্যাংক সাধারণত পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করে থাকেন।

(ডিএফই/১৩ জুলাই, ২০২১)

 

Short URL: https://biniyogbarta.com/?p=149990

সর্বশেষ খবর